বায়োডাটা তৈরি করুন
লক্ষণীয় বিষয়সমূহ
আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ,
আলহামদুলিল্লাহ্, আমাদের ওয়েবসাইটে বায়োডাটা তৈরির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাই ও বোনেদের আন্তরিক মুবারকবাদ। আমরা চেষ্টা করি সর্বোচ্চ সুরক্ষা ও ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে। শুধু বায়োডাটা ফর্মটি সঠিকভাবে পূরণ করলে এবং প্রাথমিক যাচাই বাছাইয়ের পর আপনার বায়োডাটা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বায়োডাটা তৈরির জন্য যে তথ্যগুলো প্রয়োজন—
- পাত্র/পাত্রী সম্পর্কে সাধারণ তথ্য।
- NID কার্ডের নম্বর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন নম্বর।
- যোগ্য অভিভাবকের সম্মতি ও অভিভাবক এর মোবাইল নং।
চেষ্টা করবেন সমস্ত তথ্য বাংলায় লিখতে এবং ফোন নং ও ই-মেইল ইংরেজিতে লিখবেন।
আরও ধারণা পেতে আমাদের ওয়েবসাইটে থাকা কিছু বায়োডাটা দেখুন এতে আপনার জন্য সুবিধা হবে।
দয়া করে ভেবেচিন্তে একবারেই বায়োডাটাটি সাবমিট করবেন। বায়োডাটা তৈরির সময় যদি কোন প্রয়োজন পড়ে তাহলে “এতটুকো সেভ করুন” ক্লিক করলে একটি লিংক জেনারেট হবে । পরবর্তীতে লিংকটিতে ক্লিক করলে আপনি যতটুকু সম্পন্ন করেছেন ততটুকু থেকে আবার শুরু হবে।
আপনি বায়োডাটা ফর্মটি সাবমিট করলে সাথে সাথে আপনার ইমেইলে একটি ই-মেইল যাবে। ইমেইলের মাধ্যমে আপনার বায়োডাটা নং ও বায়োডাটার ফর্মেট পাঠানো হবে। বায়োডাটাটি যাচাই বাছাই সম্পন্ন করে ৭ কার্যদিবসের মধ্যে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে ইনশা-আল্লাহ।