সাধারণ তথ্য

বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্মসন 20/11/1998
পেশা ছাত্রী
উচ্চতা ৪′ ৯″
গাত্রবর্ণ শ্যামলা
ওজন ৪৮ কেজি
রক্তের গ্রুপ AB+

ঠিকানা

স্থায়ী ঠিকানা মোসলেম বাজার, মিঠাপুকুর, রংপুর
বর্তমান ঠিকানা :ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক হল, শাহবাগ, ঢাকা
কোথায় বড় হয়েছেন? নিজ গ্রামে

শিক্ষাগত যোগ্যতা

সর্বোচ্চ ডিগ্রী স্নাতক
এস.এস.সি / দাখিল / সমমান বিভাগ: বিজ্ঞান বিভাগ, পাসের সন: ২০১৫, ফলাফল : গোল্ডেন A+
এইচ.এস.সি / আলিম / সমমান বিভাগ : বিজ্ঞান বিভাগ, পাসের সন: ২০১৭, ফলাফল : ৪.৯২
স্নাতক (সম্মান) সাবজেক্ট : জীববিজ্ঞান অনুষদের একটি সাবজেক্ট, পাসের সন:২০২১(করোনার কারণে ২০২২)
অন্যান্য শিক্ষাগত যোগ্যতা বাংলা একাডেমি থেকে কম্পিউটার প্রশিক্ষণ কোর্স করা হয়েছে।
দ্বীনি শিক্ষাগত যোগ্যতা যোগ্যতা তেমন কিছুই নেই।দ্বীনি লাইনে অফলাইনে পড়াশোনার সুযোগ হয়নি।দ্বীনে ফেরার পর থেকে Muslimah Confidence Workshop থেকে কোর্স করতেছি, আসলাফ একাডেমি থেকে প্রি ম্যারেজ কোর্স, সহ আরো কিছু কোর্স,Ilm Planet থেকে Flavours of Salah কোর্স সহ কিছু কোর্স, Need থেকে কিছু কোর্স, Taibah Academy,Nurul Quran Academy থেকে কোর্স করা হয়।
IOM এ আলিম কোর্স সহ শর্ট কোর্স করছি।

পারিবারিক তথ্য

আপনার পিতা কি জীবিত? না, মৃত
পিতার পেশার বিবরণ প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন
আপনার মাতা কি জীবিত? হ্যাঁ, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
ভাইদের তথ্য ১ ভাই।স্নাতকোত্তর, বিবাহিত, গভমেন্ট গার্লস স্কুল টিচার।
বোনদের তথ্য ৪ বোন।
১ম বোন:স্নাতকোত্তর, বিবাহিত, প্রাইমারি স্কুল টিচার।
২য় বোন:এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য, এফসিপিএস,অবিবাহিত।
৩য় বোন:স্নাতকোত্তর, বিবাহিত, গৃহিণী ।
৪র্থ বোন: স্নাতকোত্তর, অবিবাহিত
চাচা মামাদের পেশা চাচা ১ জন, মৃত। বাবার বড়, প্রাইমারি স্কুলের হেডটিচার ছিলেন।
মামা নেই।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বর্ণনা আলহামদুলিল্লাহ
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ মা কে ছোট থেকে নামাজি দেখেই আসছি।আমলের প্রতি খুবি অনুরাগী। তবে পারিবারিক পর্দা মেইনটেইন তেমন হয় না।বোনরা নামাজি, বাইরে হিজাব মেইনটেইন করে, বাড়িতে তেমন না। মোটামুটি সবাই ধার্মিক কিন্তু দ্বীনের বুঝ নেই বা ওভাবে বোঝার পরিবেশ পরিস্থিতি হয়নি।তাই আমার বাড়িতে গায়রে মাহরাম মেইনটেইন এ সমস্যায় একটু পড়া লাগে।মেহনত করি,দাওয়াত দেই বুঝে মাঝে মাঝে ওই পরিস্থিতি তো ওভাবে হয়ে ওঠেনি।ভাই একটু উদাসীন এ ব্যাপারে।

ব্যক্তিগত তথ্য

ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো বোরকা, হিজাব,নিকাব, হাত -পা মোজা,
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? আলহামদুলিল্লাহ ২০২১ থেকে
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন? কবে থেকে পড়ছেন? আলহামদুলিল্লাহ প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি,মাঝে মাঝে কিছু সময় নামাজে গাফেল হয়ে যেতাম। আলহামদুলিল্লাহ ২০২১ থেকে ফজরসহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয়।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ঢাকা যাওয়া আসার জার্নিতে কিছুটা কাযা হয়,আল্লাহর রহমতে কাযা হয় না একান্ত অসুবিধা ছাড়া।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? গ্রামে এলে সমস্যা হয় মানতে। অফলাইন ও অনলাইনে মেনে চলার চেষ্টা করি সবসময়।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ শিখছি
কোন ফিকহ অনুসরণ করেন? হানাফি
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? দ্বীন মেইনটেইন করার কিছু আগ থেকেই দেখিনা। ফেসবুকে ভিডিও ক্লিপ সামনে এলে সমস্যায় পড়ি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ নেই
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? আলহামদুলিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ সার্কেল এর ইসলামিক বইয়ের লাইব্রেরি শাখার ভলান্টিয়ার হিসেবে নিয়োজিত আছি।এছাড়াও কিছু গ্রুপে দাওয়াহ কাজে আছি।তালিমে যাওয়া হয়।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? বর্তমানে মাজারে মানুষ যেসকল কর্মকান্ড করে সবই শিরক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন মা’আরেফুল কোরআন (রানিং)
আর রাহিকুল মাখতূম(রানিং)
প্রোডাক্টিভ মুসলিম
ফেরা১,২
জীবন যদি হতো নারী সাহাবির মতো
পুণ্যবতী
শিকড়ের সন্ধানে
তিনি আমার রব
নামাজে মন ফেরা
খুশূখুযূ
যে আমলে আসমানের দুয়ার খুলে
হিজাব আমার পরিচয়।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ডা.খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর
আহমাদুল্লাহ
মুহাম্মাদ হবলস
নিজের সম্পর্কে কিছু লিখুন ২০২০ সালের শেষের দিকে বাবা মারা যান, এরপর থেকেই আমার দ্বীনের পথে আসার সুচনা হয়।আল্লাহ সুবহানুওয়া তা’য়ালা দ্বীনের পথে এভাবে নিয়ে এলেন পুরো জীবন পালটে গেল। তারপর থেকে ইসলাম নিয়ে জানছি ও মানার মধ্য দিয়েই আছি আলহামদুলিল্লাহ।◾ছোট থেকে আমি মানুষের সৌন্দর্য দেখে না তার উন্নত চরিত্র, পার্সোনালিটি, সরলতা মন মানসিকতা এগুলা দেখেই মুগ্ধ হই।
◾সবসময় অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল থাকার চেষ্টা করি।নিজের কাছে সৎ,স্বচ্ছ থাকার চেষ্টা করি।
◾কলহ মুক্ত পরিবেশে থাকতে পছন্দ করি।
◾গীবত মুক্ত পরিবেশে থাকতে পছন্দ করি।
◾লোক দেখানো প্রবণতা, জিদ,অহংকার থেকে বেঁচে থাকার চেষ্টা করি।আলহামদুলিল্লাহ দুনিয়াবি লোভ আমার তেমন কাজ করে না।
◾কম জিনিসপত্র দিয়ে জীবন অতিবাহিত করার চেষ্টা করি।এবং সংসারেও খুবি কম জিনিসপত্র, আসবাবপত্র দিয়ে গোছাতে চাই ইনশা আল্লাহ।
◾নিজ ঘরে এক কোণে মসজিদ বুনার স্বপ্ন। থাকবে বইয়ের সমারোহের কোণ। পারিবারিক দ্বীনি পরিবেশ, হালাকা হবে নিয়মিত ইনশা আল্লাহ।
◾বাগান করা আমার খুবি পছন্দের। ফুল- ফল, সবজি, চাষ ভালোলাগে।
◾মানুষ হিজেবে ইন্ট্রোভার্ট টাইপের, সহজে সব মানুষের সাথে মিশতে পারিনা। তবে কিছু মানুষ খুব আপন হয়ে যায়।
◾আলহামদুলিল্লাহ রান্না পারি।রান্না করতে ভালোই লাগে।
◾গোছানো ও পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করি।
◾জীবনসঙ্গীর সাথে উমরা করতে যাওয়ার ইচ্ছা কয়েক বছরের ভিতরে।হজ ফরজ হওয়ার সাথে সাথেই আদায় করার ইচ্ছা।
◾গ্রামে এবং পরিবারে দ্বীনের বুঝ তেমন কারোই নেই তাই আমার দাওয়াতের এখানে বিশাল জায়গা। নিজে যেটুকু পারছি চেষ্টা করতেছি।চাই বিয়ে সম্পূর্ণ সুন্নাহ অনুসারে করতে। এখানে যেন সবাই দাওয়াহ পায় ইসলাম আসলেই এমন।এবং আমার পারিবারিক জীবন, লাইফস্টাইলেইর মাধ্যমে যেন তারা ইসলামের বহিঃপ্রকাশ টা দেখতে পায়,বুঝতে পারে, মানতে চায় আমি এমনটাই চাই।দ্বীনি পরিবার গঠন এবং এখান থেকে মুত্তাকীদের আদর্শ বানাই জীবনের উদ্দেশ্য। পরিবারের সবাইকে নিয়ে জান্নাতুল ফেরদৌসে যাওয়ার স্বপ্ন।
◾কুরআনের সাথে সময় কাটানো,হিফয করা,তাদাব্বুর করার মধ্যেই আজীবন থাকতে চাই।
◾নিরিবিলি পরিবেশে থাকতে পছন্দ করি। এখন একটু স্ক্রিন টাইম বেশি যায় মাঝে মাঝে।

পেশাগত তথ্য

পেশা ছাত্রী
পেশার বিস্তারিত বিবরণ পেশা নেই

বিবাহ সম্পর্কিত তথ্য

অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি
আপনি কি বিয়ের পর চাকরি করতে ইচ্ছুক? না করতে চাই না।তবে দ্বীনি ক্ষেত্রে সাদাকায়ে জারিয়া হয় এমন শিক্ষা দান করার ইচ্ছা আছে।
বিয়ের পর পড়াশোনা চালিয়ে যেতে চান? জ্বি মাস্টার্স চলমান।এটা শেষ হলেই পড়াশোনা শেষ
বিয়ের পর চাকরি চালিয়ে যেতে চান? না
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে একটি ইবাদত। বিয়ে করছি আল্লাহর হুকুম পালন করে আল্লাহর রাজি খুশির জন্য। ফ্যামিলি ইউনিট হচ্ছে বিয়ে, ইমারত হচ্ছে বিয়ে।এই ইমারত দূর্বল হওয়ার কারণে বর্তমানে উম্মাহের অবস্থা দূর্বল। তাই নবীজির(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সুন্নাহের উপর আমল করে, হেলদি বিয়ের মাধ্যমে উম্মতকে শক্তিশালী করাই উদ্দেশ্য ।
◾বিয়ে অন্তরে সুকূন পাওয়ার মাধ্যম,প্রশান্তির জায়গা,গুনাহ থেকে বাঁচার উপায়। ইমানকে পূর্ণ করা ইমানকে রক্ষা করা ইমানকে বৃদ্ধি করার মাধ্যম বিয়ে।
◾সুরা ফুরকানের ৭৪ নাম্বার আয়াতে আল্লাহ সুবহানুওয়া তা’য়ালা বলেদিচ্ছেন একে অপরের চক্ষুশীতলকারী হওয়া এর কথা এবং চক্ষুশীতলকারী সন্তান যাদের পরবর্তী মুত্তাকীদের ইমাম/আদর্শ হিসেবে গড়ে তোলার মাধ্যম বিয়ে।
◾বিয়ের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায় এবং বারাকাহ পাওয়া যায়।
◾সুরা বাকারা ১৮৭ আয়াতে আল্লাহ সুবহানুওয়া তা’য়ালা বলছেন ‘তারা তোমাদের লিবাস /পোশাক এবং তোমরা তাদের পোশাক । সুবহানাল্লাহ বিয়ের মাধ্যমে তাকওয়া নিয়ে একজন আরেকজন কে সাপোর্ট দেওয়া,একে অন্যের দ্বীনের সুরক্ষা দেওয়া, একে অন্যের দূর্বলতাগুলো কে আগলে রাখা,ঢেকে রাখা এই বিয়ের মাধ্যমেই হয়ে থাকে।
◾বিয়ে উভয়কে সম্মানিত করে,গ্লোরিফাই করে। প্রিয় আয়াত “তাঁর এক নিদর্শন এই যে,তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হতে স্ত্রী সৃষ্টি করেছেন, যাতে তোমারা তাদের কাছে গিয়ে শান্তি লাভ কর এবং তিনি পরস্পরের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয়ই এর ভেতর নিদর্শন আছে সেই সব লোকের জন্য, যারা চিন্তা ভাবনা করে।(সুরা রুম :২১)।

প্রত্যাশিত জীবনসঙ্গী

বয়স মানানসই
গাত্রবর্ণ যেকোন
উচ্চতা মানানসই
পাত্রের প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাবির বাইরেও আগ্রহী
শিক্ষাগত যোগ্যতা স্নাতক /স্নাতকোত্তর/সমমান
জেলা রংপুর, কুড়িঁগ্রাম, গাইবান্ধা, জয়পুরহাট, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, পাবনা, বগুড়া, লালমনিরহাট
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা হালাল যেকোনো পেশা।স্টুডেন্ট হলে নিজে চলছেন এবং স্ত্রীকে ভরণপোষণ করতে পারবেন এমন।(মিনিমাম)
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন ◾সর্বাবস্থায় আল্লাহর সুবহানাহুওয়া তাআ’লা কে ভয় করে চলেন এবং আখিরাতের চিন্তা মাথায় রাখেন। দুনিয়ার জীবন কে আখিরাতের সঞ্চয় (জান্নাতুল ফেরদৌস) করে চলেন।
আল্লাহ সুবহানুওয়া তা’য়ালা সুরা হুজুরাত এর ১৩ নং আয়াতাংশে বলছেন”তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই অধিক মর্যাদা সম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক তাকওয়া সম্পন্ন”।অধিক তাকওয়াপূর্ণ, উত্তম আখলাক, সুন্দর আচরণ সম্পন্ন হবেন এর থেকে উত্তম চাওয়া আর কি হতে পারে।
◾যথেষ্ট ইলম অর্জন করছেন এবং তা সচেষ্ট ভাবে পালন করছেন। ◾রুজুলাহ – ব্যক্তিত্বসম্পন্ন, যোগ্যতা সম্পন্ন গায়রত সম্পন্ন পুরুষ।
◾মাসজিদে সাথে নিবিড় সম্পর্ক রাখেন।জামাতে, খুশূখুযূর সাথে স্বলাত আদায়ের চেষ্টা করেন।
◾নফল স্বলাত,সাওম পালনে চেষ্টা করেন।
প্রতিদিন কুরআন তিলাওয়াত করেন,কিছু অংশ মুখস্ত করেন, কুরাআনের আয়াত নিয়ে গভীর চিন্তা ভাবনা করেন অর্থাৎ কুরআনের আজীবন ছাত্র হিসেবে নিজেকে নিয়েছেন।
◾আল্লাহর হক ও বান্দার হক সম্পর্কে সচেতন।পরিবারের সবার সাথে সুসম্পর্ক বজায় রাখেন।দ্বায়িত্ব ও হক আদায় করেন।
◾অনলাইন অফলাইনে মাহরাম গায়রে মাহরাম মেনে চলেন।
বিনা প্রয়োজনে গায়রে মাহরামদের সাথে ইন্টারেকশন, ছেলেদের সাথে আডডাবাজি,ঘোরাঘুরি না করা।
◾সৌন্দর্যের চেয়ে বরং উত্তম আখলাক, ব্যক্তিত্ব,মন মানসিকতা কে প্রাধান্য দেন।আমি বলছিনা সৌন্দর্য চাওয়া খারাপ কিছু কিন্তু আমার মেন্টালিটির সাথে যেন মিলে।
◾স্ত্রী, সন্তানের হক সম্পর্কে অবহিত এবং স্ত্রী কে সর্বদা পর্দায় রাখবেন(শামুকের ভিতর মুক্ত যেমন)।গ্রামে পর্দা নিয়ে সমস্যা ফেস করি সেজন্য এমন কাউকে চাই যিনি সবাইকে বুঝিয়ে দিবেন স্ত্রী, কন্যাদের এভাবে পর্দায় আগলে রাখতে হয় যা আল্লাহর আদেশ অবশ্য পালনীয়।
◾হালাল হারাম মেনে চলেন।
◾ভুল স্বীকার করার মানসিকতা থাকতে হবে,একগুঁয়ে হওয়া যাবে না।◾ক্ষমাশীল,দানশীল।
◾লাইফস্টাইলেই সুন্নাহ পালন করেন। পোশাক মূখ্য নয় তবে পাজামা পাঞ্জাবির প্রতি টান টা যেন থাকে এবং সুন্নাহ মোতাবেক দাড়ি ছেড়ে দিয়েছেন অবশ্যই। টাখনুর উপর কাপড় পড়া আবশ্যক।
◾টাকা পয়সা, ভালো ক্যারিয়ার মূখ্য নয় বরং পড়াশোনা ও কাজে কঠোর পরিশ্রমী এবং মেধাকে কাজে লাগান।
◾অলসতা, গাফিলতি, বদ অভ্যাস, এবং বিশেষ করে অনলাইন জগতকে নিয়ন্ত্রণ করে চলেন।আশেপাশের, সামনের মানুষ কে রেখে ফোনে সারাক্ষণ বিজি খুবই অপছন্দের। এদিকে খেয়াল রাখেন যেন আপনার ফোন,অনলাইন জগৎ যেন আপনার পরিবারের বা কাছের মানুষদের বিরক্তির কারণ না হয় হোক সেটা অনলাইন দাওয়াহ কাজ।সরাসরি দাওয়াতের সাথে যুক্ত থাকতে হবে, আল্লাহর খলিফা হিসেবে দাওয়া যেন ভিসন হয়।তাবলীগে মেহনত থাকলে ভালো হয়।
◾এই জীবনের উদ্দেশ্য কি সে সম্পর্কে অবহিত থাকতে হবে এবং সে অনুযায়ী চলেন।
◾লোভ থাকবে শুধু আখিরাত কেন্দ্রিক। দুনিয়াবি লোভ থাকা যাবে না।বিশেষ করে শ্বশুর বাড়ি থেকে না চাইতে কি পাবো, অতি জামাই সমাদর চাওয়া মনোভাব থাকা যাবে না।স্বল্প খরচে,স্বল্প জিনিসপত্র দিয়ে খুবি সরল সোজা জীবনযাবন করেন এবং এভাবে মুসাফির বেশে জীবন কাটিয়ে দিতে চান।
◾রাগ, জিদ মানুষের থাকে কিন্তু এগুলো নিয়ন্ত্রণ করে চলেন।
◾লেবাসধারী, লোকদেখানো প্রবণতা অবশ্যই থাকা যাবে না।
◾গোপন গুনাহ থেকে বেঁচে থাকেন এবং গোপন ইবাদাত বেশি বেশি করেন।
◾খাওয়া দাওয়ায় সুন্নাহ মেনে চলেন। এবং খাবারের স্বাদ নিয়ে মন্তব্য এড়িয়ে চলেন।
◾জীবনসঙ্গী হবেন আমার ইলম অর্জনের সাথী, আমার আমলের সাথী আমার জান্নাতের সাথী।তিনি হবেন আমার উস্তাদ, তিনি হবেন আমার সহপাঠী , তিনি হবেন আমার জীবনের বেস্ট ফ্রেন্ড।
(বায়োডাটা পছন্দ হলে যোগাযোগের আগে ইস্তেখারা করে মেইলে বায়োডাটা পাঠাবেন আর পর্দা রক্ষার ব্যাপারে সচেষ্ট হবেন যদি পরবর্তী ধাপগুলোতে আগায়)।