সাধারণ তথ্য

বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্মসন 18/04/2000
পেশা ছাত্রী
উচ্চতা ৫′ ২″
গাত্রবর্ণ ফর্সা
ওজন ৫২ কেজি
রক্তের গ্রুপ O+

ঠিকানা

স্থায়ী ঠিকানা রাণীপুকুর, মিঠাপুকুর, রংপুর
বর্তমান ঠিকানা :ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, শাহবাগ, ঢাকা
কোথায় বড় হয়েছেন? নিজ গ্রামেই,

শিক্ষাগত যোগ্যতা

সর্বোচ্চ ডিগ্রী স্নাতক চলমান
এস.এস.সি / দাখিল / সমমান দাখিল, মানবিক বিভাগ, ফলাফলঃA
এইচ.এস.সি / আলিম / সমমান এইচ.এস.সি,মানবিক বিভাগ, ফলাফলঃA
স্নাতক চলমান কলা অনুষদের একটি বিভাগে অনার্স ৪র্থ বর্ষ চলমান।
সামনে অনার্স ফাইনাল এক্সাম।
অন্যান্য শিক্ষাগত যোগ্যতা অন্যান্য শিক্ষাগত যোগ্যতা বলতে আসলে কিছুই নেই, তবে বাংলা একাডেমি থেকে কম্পিউটার কোর্স করা হয়েছে,
এছাড়াও সিবাওয়াই এ্যারাবিক লার্নিং ইন্সটিটিউট থেকে আরবী ভাষা কোর্স করেছিলাম এবং ডিজিটাল মার্কেটিং এর উপর একটি আইটি কোর্স করেছিলাম।
দ্বীনি শিক্ষাগত যোগ্যতা দ্বীনি শিক্ষাগত যোগ্যতার ঝুলি আরো শূন্যের দিকে,
আলহামদুলিল্লাহ, কুরআন মাজিদ তাজবীদ সহকারে পড়তে পারি।
মাদ্রাসায় পঞ্চম শ্রেণী হতে দাখিল অব্দি পড়ার সুযোগ হয়েছে এর পর আলিম কোর্সটি করা হয়নি,
IOM থেকে আলিম কোর্সটি করার ইচ্ছে আছে ইন শা আল্লাহ।

পারিবারিক তথ্য

আপনার পিতা কি জীবিত? না, মৃত
পিতার পেশার বিবরণ রাসায়নিক সারের ব্যবসা ছিলো, পাশাপাশি বাসার কৃষি জমি দেখাশোনা করতেন।
আপনার মাতা কি জীবিত? হ্যাঁ, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিনী
ভাইদের তথ্য ভাই একজন,
অষ্টম শ্রেণীতে পড়তেছে।
গ্রামের একটি স্কুলে।
বোনদের তথ্য আমি সহ চার বোন, ১ম বোনঃ এস. এস.সি পর্যন্ত পড়াশোনা, বিবাহিত,গৃহিনী।বোন জামাই ব্যবসায়ী,
মোটামুটি স্বাবলম্বী পরিবার।

২য় বোনঃ এস.এস সি পর্যন্ত পড়াশোনা, বিবাহিত, গৃহিনী। বোন জামাই, প্রবাসী।

৩য় বোনঃ মাস্টার্স কমপ্লিট (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ)
বিবাহিত,
গৃহীনি ।বোন জামাই, মার্কেটিং ম্যানেজার WALTON এ কর্মরত।

চাচা মামাদের পেশা মামা তিন জন,
সবাই কৃষি কাজের সাথেই সম্পৃক্ত, তবে পড়াশোনা তেমন নেই বললেই চলে।মোটামুটি সচ্ছল আলহামদুলিল্লাহ। বাবা সহ ৫ ভাই,
১ম বড়আব্বুঃ মৃত, পড়াশোনাঃ এইচ. এস.সি পাশ সার্জেন্ট অফিসার ছিলেন,বাংলাদেশ সেনাবাহিনীতে।
২য় বড় আব্বুঃ মৃত, এইচ.এস.সি পাশ, জব করতেন ডাক অফিসে পরবর্তীতে জব ছেড়ে দিয়ে ব্যবসা করতেন।
৩য় বড় আব্বুঃ কৃষি কাজ করেন নিজের জমিতেই পাশাপাশি একটা ছোট ব্যবসা করেন। পড়াশোনা নেই তেমন।

৪র্থ আমার বাবা,

৫ম ছোট চাচাঃ জীবন বীমা কর্পোরেশনে সহাকরী অফিসার পদে আছেন,

পারিবারিক অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বর্ণনা বাবা ২০১৮ তে মৃত্যুবরণ করেন।এর আগ অব্দি আলহামদুলিল্লাহ ব্যবসা দিয়েই চলে যেত, কিন্তু মৃত্যুর পর থেকে আমাদের কৃষি জমির উপর ভরসা করে এখন চলতে হয় এছাড়া ও আমার ৩ বোন জামাইরাও যথেষ্ট হেল্পফুল। আমি টিউশনি করাই ও একটা স্কলারশীপ পাই এখান
থেকেই পড়াশোনার খরচ চালাই। মোটামুটি সচ্ছলভাবেই চলে যায় আলহামদুলিল্লাহ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? সত্য কথা বলতে পরিবার দ্বীন বিষয়ে গভীরভাবে তেমন জানেন না তবে ইসলামের মৌলিক বিষয় ও অন্যান্য সকল কিছু সঠিক ভাবেই পালন করার চেষ্টা করেন।পর্দার ক্ষেত্রে মা ও বড় বোনরা সবাই বাইরে গেলে হিজাব বোরখাই পড়েন তবে নন মাহরাম বিষয়ে ক্লিয়ার কন্সেপ নেই। আমার সামান্য জ্ঞান থেকে দাওয়া দেয়ার চেষ্টা করি, সে অনুযায়ী মানার চেষ্টা অব্যহত তবে পুরোপুরি নয়। তবে আমার মা বিষয় গুলো খুব সুন্দর ভাবেই বুঝেন আলহামদুলিল্লাহ।

ব্যক্তিগত তথ্য

ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? হিজাব ও বোরখা অষ্টম শ্রেণী থেকে পড়ে থাকি,রিসেন্ট ইয়ারের ফ্রেব্রুয়ারি থেকে হাত মোজা ও পা মোজা পড়ি।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? দাখিল পরীক্ষার পর থেকে।
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন? কবে থেকে পড়ছেন? জ্বি পড়ি। ক্লাস ফাইভ থেকে মা’য়ের দেখে পড়তাম তবে রেগুলার হই মূলত ক্লাস অষ্টম শ্রেণী হতে।সত্যি কথা বলতে, ২০১৯ এর আগে প্রতিদিন পড়া হত না,কাযা হতই!
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সর্বোচ্চ চেষ্টা করি কাযা না করার। তবে সফররত অবস্থায় যেমন গ্রামে যাওয়ার সময় কাযা হয়! এছাড়াও অনিচ্ছায় কাযা হলে সাথে সাথেই পড়ে নেই। +
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? যেহেতু আমার পরিবারের সবাই মানে, আমার চাচা ও বড় আব্বুরা কেউই খুব দ্বীনি নয় যতটুকু করতে হয় নিয়ম অনুযায়ী ততটুকুই করে থাকে,সেখানে আসলে মেনে চলা টা কঠিন! তবে তাদের সামনে যথাসম্ভব না যাওয়ার চেষ্টা করি, গেলেও পর্দার সহিত চলি।আর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সম্পর্কে আসলে বলতে গেলে ২০১৯(ভর্তির পর) থেকে কারোর সাথেই মেশা হয়নি উপজেলার পরিচিতি ২ /৩ টা প্রোগ্রাম ছাড়া। ২০২২ এর শেষ অব্দি টোটালি নন-মাহরাম মেনে চলি।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি,আলহামদুলিল্লাহ।কুরআনের অর্থ ও তাজবীদ অনুযায়ী তিলাওয়াত করতে পারি
কোন ফিকহ অনুসরণ করেন? হানাফি
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? ২০২২ এর শেষ থেকে টোটালি বন্ধ, তবুও মাঝে মাঝে ফেসবুকে চলে আসে স্কিপ করে থাকি।তবে ইসলামিক লেকচার বা ডকুমেন্টস দেখি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ না।
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? বড় কোন মেহনতে থাকার সৌভাগ্য হয়নি কেননা আমার ঘাটতি অনেক! তবে স্ট্যাম্ফোর্ড ইউনিভার্সিটির এক ম্যাম কে ও ওনার মেয়েকে কুরআন শেখানোর তাওফিক আল্লাহ দিয়েছেন, চলমান এখনো।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজারে কোন কিছু চাওয়া শিরক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আকাশের ওপাড়ে আকাশ,
বেলা ফুরাবার আগে,
প্রাচীর,
প্যারাডক্সিক্যাল সাজিদ -১
ফেরা-১
মুক্ত বাতাসের খোঁজে,
প্রদীপ্ত কুটির,
সানজাক ই উসমান,
লস্ট ইসলামিক হিস্ট্রি,
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ডা.খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিঃ)
আহমাদুল্লাহ শায়খ
জাকির নায়েক।
ড.বিলাল ফিলিপস
নিজের সম্পর্কে কিছু লিখুন ✪বই পড়তে পছন্দ করি, নতুন তথ্য ও ইতিহাস জানতে পছন্দ করি।লেখা-লিখি করতেও ভালো লাগে, মাঝে মাঝে নিজের টাইমলাইনে কিছু পড়ে থাকলে তার অভিপ্রায় ব্যক্ত করার চেষ্টা করি ।অবসর সময়ে ইসলামিক বই পড়ি ও ডকুমেন্ট’স এবং বিভিন্ন ইসলামিক লেকচার শুনে থাকি। ✪ছোট বেলা থেকেই খুবেই সাধারণ জীবন যাপন পছন্দ করতাম,এজন্য বন্ধু মহল নেই বললেই চলে।

✪জীবনসঙ্গীর সাথে বায়তুল্লাহ শরীফ ও নবীজির রওজা মোবারক জিয়ারত করার ইচ্ছে আছে, আল্লাহ যদি চায় তো।
রান্না মোটামুটি জানা আছে, মা’য়ের থেকেই এর হাতেখড়ি।

◑স্বপ্নের ক্ষেত্রে আসলে একেক মানুষ একেক ধরনের লক্ষ্যের হয়ে থাকে,
২০১৮ সালে যখন বাবা মারা যান তখন আমি সদ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ভর্তি হয়েছিলাম। হঠাৎ বাবার চলে যাওয়ায় আমার পড়াশোনা সুদূর ঢাকায় গিয়ে করা হবে কিনা অনিশ্চিত ছিলো, এমন সিচুয়েশনে আমার নানার চাচাতো ভাই যিনি রেল মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন উনি দায়িত্ব নিয়েছিলেন।
তাই তারা চায় আমি জব করি!কিন্তু আমার জবের প্রতি মনমানসিকতা না থাকলেও তাদের কাছে ও পরিবারের মানুষদের নিকট এতটুকু প্রুভমেন্ট দেখাতে হলেও আমার জবের পরীক্ষা দেয়ার ইচ্ছে আছে, আলহামদুলিল্লাহ যদি হয়ে যাই তাহলে জয়েন হওয়ার ইচ্ছে নেই, জয়েন করার মত জব হলেও অবশ্যই দুই পক্ষের সম্মতির ভিত্তিতে হবে। এক্ষেত্রে আমার মা আমার পক্ষে সাপোর্ট দেন। কিন্তু পরিবারের বাকিরা যেহেতু দ্বীনের সঠিক জ্ঞান সম্পর্কে ওয়াকিবহাল নয় তাই তারাও চায় আমি কিছু করি। আমার জীবনসঙ্গীকেও আমার মতামতের পক্ষে সাপোর্টিভ হবে আশা রাখি, পরিস্থিতি আমাকে এই অবস্থায় রেখেছেন! পড়াশোনা বাদ দিবো এমনটাও ভাবতে পারি না। দ্বীনি মেহনতে থাকার ইচ্ছে আছে।

✪আমার বাবা যেহেতু নেই সেক্ষেত্রে আমি চাই, জীবনসঙ্গী আমার পরিবারের প্রতি একজন দায়িত্ব সম্পূর্ণ মানুষ হোক।এমন নয় যে ভরণ-পোষণ দিতে হবে, খোঁজ খবর নেয়াই মূল উদ্দেশ্য।

✪সুন্নাহ মেনে চলার চেষ্টা করি,গিবত থেকে নিজেকে দূরে রাখার সর্বোচ্চ চেষ্টা করি, এক্ষেত্রে যারা আমার প্রতি বিদ্বেষ পোষণ করে তাদের জন্য
দোয়া করার মনমানসিকতা বজায় রাখি।

✪ঘর সাজিয়ে রাখা আমার ছোট বেলা থেকে একটা টক্সিক অভ্যাস! অগোছালো খুবেই অপছন্দ করি।
যথাসম্ভব পরিষ্কার -পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি।

✪ ফটোগ্রাফি আমার শখের মধ্যে অন্যতম। আমি প্রকৃতির ছবি তুলে ওয়ালে রাখতে পছন্দ করি।

✪ প্রকৃতির প্রতি মোহ কাজ করে, দ্বীনকে বুঝার পর থেকে নন-মাহরাম কারোর সাথে ঘুরতে যাওয়া হয়নি ইভেন ডিপার্টমেন্টের পিকনিক ও স্টাডি ট্যুরেও যাওয়া হয়না ১ম বর্ষে গিয়েছিলাম শুধু একবারেই।
ইন শা আল্লাহ জীবনসঙ্গীর সাথে যাওয়ার আশা রাখি।
✪আমি ব্যক্তিত্বকে শ্রদ্ধা ও সম্মান করি এমনকি এর প্রতি আমার কিছুটা Attractivity কাজ করে, কোন মুখোশ ধারী ব্যক্তিত্ববান মানুষ লাইফে না আসুক আল্লাহর কাছে এটা চাওয়া।

✪যেহেতু পড়াশোনা রানিং সেক্ষেত্রে পাত্রীর পরিবার চাইবে মেয়ের সকল দায়িত্ব ছেলে পক্ষকে দিয়ে দেয়ার কিন্তু আমার ব্যক্তিগত মতামত হলো একজন রানিং স্টুডেন্টের(যদি পাত্র রানিং স্টুডেন্ট হন যেমন :মাস্টার্স করতেছে এমন টাইপ) পক্ষে কখনো সম্ভব নয় যদি না দুইজনেই সংসার ও একেঅপরের প্রতি সাপোর্টিভ হন, প্রয়োজনের মধ্যে আশা পূরণ করার মত হোক এটাই কামনা।

বায়োডাটা পাঠাতে চাইলে অবশ্যই ভালো ভাবে সিদ্ধান্তে অটল হয়ে তারপর
পাঠাবেন। অনলাইনে থাকাটাই একটু বদ অভ্যাস।তবে খুব থাকি না যতটুকু নিউজ দেখার বা ইসলামিক পোস্ট পড়া হয় ততটুকুই বেশি সময় ক্ষেপণ হয় বলে মনে হয়।

পেশাগত তথ্য

পেশা ছাত্রী
পেশার বিস্তারিত বিবরণ পেশা নেই

বিবাহ সম্পর্কিত তথ্য

অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি।
আপনি কি বিয়ের পর চাকরি করতে ইচ্ছুক? না, তবে এটা নিয়ে, ‘নিজের সম্পর্কে ‘অপশনে মতামত দিয়েছি।
বিয়ের পর পড়াশোনা চালিয়ে যেতে চান? জ্বি, এখন অনার্স ফাইনাল ইয়ারে আছি।মাস্টার্স শেষ করতে চাই।তবে জীবন সঙ্গী যদি বাইরে হায়ার স্টাডির জন্য যায় এমন হন, তাহলে এক্ষেত্রে ইচ্ছুক।
বিয়ের পর চাকরি চালিয়ে যেতে চান? না। তবে আলোচনা সাপেক্ষ।আমার ব্যক্তিগত ইচ্ছে নেই।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আল্লাহর সন্তুষ্টি অর্জন ও রাসূল (সাঃ) সুন্নাহ পালনর জন্য।
এছাড়াও বিয়ের উদ্দেশ্য হলো একদিকে যেমন বিয়ে উত্তম একটা নিরাপত্তা দিবে অন্যদিকে আমার দ্বীনের অর্ধেক পূর্ণ করবে, ঈমানকে রক্ষা করবে। এর মাধ্যমে গড়ে তুলতে চাই একটি আদর্শ পরিবার।
আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তায়ালা এর মাধ্যমে দিয়ে থাকে দুইটি অপরিচত আত্মার সুদৃঢ় বন্ধন, থাকে বারাকাহ ও রহমত।

কেননা, আমরা একে অপরের লেবাস স্বরুপ এটির পূর্ণতা পায় মূলত বিয়ের মাধ্যমেই।

সর্বোপরি ফিতনার এই যুগে যত তাড়াতাড়ি সম্ভব আল্লাহ একজন উত্তম জীবনসঙ্গী মিলিয়ে দিক যেমন চোখের গুনাহ থেকে নিজেকে রক্ষা করতে পারি।

প্রত্যাশিত জীবনসঙ্গী

বয়স ২৫ থেকে ৩০,
গাত্রবর্ণ যেকোন, কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা
উচ্চতা ৫’৬ থেকে ৫ ‘৮ অথবা ৯
পাত্রের প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাবির বাইরেও আগ্রহী
শিক্ষাগত যোগ্যতা স্নাতক / স্নাতকোত্তর/এমবিবিএস,বিএসসি/ এম এস সি , বিবি এ/ এম বি এ
জেলা রাজশাহী, রংপুর, কুড়িঁগ্রাম, গাইবান্ধা, জয়পুরহাট, ঠাকুরগাঁও, দিনাজপুর, নাটোর, নীলফামারী, পঞ্চগড়, পাবনা, যশোর, লালমনিরহাট
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা যেকোন সম্মানজনক হালাল পেশা।তবে মাস্টার্স শেষ জবের প্রিপারেশন নিচ্ছে এক্ষেত্রে অন্য সব দিক মিলে গেলে বিবেচনা করা হবে।
অর্থনৈতিক অবস্থা নিম্নমধ্যবিত্ত। তবে মোটামুটি সচ্ছল এমন হলে ও হবে।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন যিনি হবেন ঈমানদার ও সুবিবেচক। দ্বীনি ক্ষেত্রে হবেন অধিক প্রাণবন্ত! চক্ষুশীতল কারী ও দায়িত্বপূর্ণ মনমানসিকতার। পাঁচ ওয়াক্ত নামাজের সাথে অন্যান্য আমল করার মেন্টালিটি সম্পন্ন বা দ্বীনের কোন মেহনতে নেক উদ্দেশ্যে যুক্ত আছে।
সমাজের উন্নয়ন মূলক কাজ করার মানসিকতার। নিজের পরিবারের প্রতি যেমন সম্মান রাখেন অন্যের পরিবারকেও অনুরুপ সম্মান করার মেন্টালিটি থাকতে হবে।
তিনি হবেন আমার দ্বীন পালনের এক বড় সহযোগি ব্যক্তি যার সাথে পথ চলতে চলতে দ্বীনের পূর্নতা আরে বৃদ্ধি পাবে।

সম্পূর্ণ এলকোহল থেকে মুক্ত ও আল্লাহর
সন্তুষ্টির চিন্তাধারার অধিকারী। অনলাইন ও অফলাইনে মাহরাম -ননমাহরাম মেনে চলেন।

বিয়ের পর জীবনসঙ্গীর যেন পর্দা করাতে কোন সমস্যা না হয়
এমন একটি পরিবেশের অধিকারী। যদি ও এমন পরিবেশ নতুন প্র্যাক্টিসিং মুসলিমদের সবার বাসায় থাকে না তাই নিজে হোক এমন যেন জীবনসঙ্গী পূর্ণ পর্দা মেইনটেইন করে চলাতে সহায়ক হন।

দায়িত্বপূর্ণ জীবনসঙ্গী হওয়ার পাশা-পাশি হোক একজন দায়িত্ব পূর্ণ অভিভাবক। আমি যেমন ওনার মতামতকে প্রাধান্য দিব অনুরূপ আমার মতামত গুলোকেও যেন প্রাধান্য দেয়ার মনমানসিকতা থাকে।

ফেসবুকে মেয়েদের সাথে কারণ ছাড়া কথা যেন না বলে, অতিরিক্ত মেয়ে বান্ধবী মুক্ত।গান, মুভি,সিনেমা এসব থেকে দূরে যেন থাকেন তবে আল্লামা ইকবাল ও মির্জা গালিব এনাদের মত বিখ্যাত ব্যক্তিদের শায়ের বা গজল শুনতে পারবে।

বই পড়ুয়া মানুষ বরাবরেই পছন্দ, অধিক বই পড়েন বা গবেষণার প্রতি প্রবল আগ্রহ আছে এমন মনমানসিকতা সম্পন্ন হোক।

বিয়ের উদ্দেশ্য অবশ্যই বস্তুবাদ চিন্তা থেকে
দূরে থাকবেন। শ্বশুর বাড়ি থেকে যেকোন ধরনের প্রত্যাশা থেকে বিরত থাকার মেন্টালিটি সম্পন্ন হতে হবে কেননা একজন স্ত্রী হিসাবে তাকে মোহরানা বুঝিয়ে দেয়ার ক্যাবাবিলিটি যদি থাকে কুরআন ও সুন্নাহ অনুযায়ী সেটাই করা উত্তম[ এক্ষেত্রে দুই পক্ষের আলোচনা প্রাধান্য পাবে]।।সর্বোপরি দ্বীনি ও সুন্দর মননশীলতার অধিকারী হোক।
আর্থিক অবস্থানের থেকে ব্যক্তির ব্যক্তিত্বই মুখ্য উদ্দেশ্য, উন্নত ও উত্তম ব্যক্তিত্বের অধিকারী হোক।